Thursday, December 10, 2015

ফিরে এসো লাবন্য


----নাসিম------------
*****************
সব অভিমান ভুলে তুমি চলে এসো
চলে এসো মোর হৃদয় প্রান্তে
যেথা আজো হাহা কার করে ফেরে
প্রেম।
তোমাকে হারিয়ে যে কষ্ট আজ জমা এই বুকে,
তা হিমালয়ের মত জমাট বেধে আছে।
তুমি ফিরে এসো লাবন্য,
তোমাকে হারিয়ে আজ নিঃশ্ব আমি
পাইনি এতটুকু আশ্রয় কারো হৃদয়,
তোমারি প্রতিছবি খুজি যার তরে
তারা সুধুই উপহাস করে মোরে লয়ে
নিষ্ঠুর খেলা খেলে করে পরিহাস।
তুমি ফিরে এসো লাবন্য,
কুয়াশা ঢাকা, শিশির ভেজা
কোন এক ভোরে স্বপ্নের গাং চিল হয়ে
নয়তবা রজনিগন্ধা হয়ে থেকে তুমি হৃদয়ের বাগানে।
তুমি ফিরে এসো লাবন্য
আজি তোমাকে হারিয়ে
দ্বারে দ্বারে খুজি তোমারি মুখ খানি
জোছনা স্নাতো সেই স্নিগ্ধ হাসিটা
খুজে ফিরি সবার মাঝে
দেয়নিকো কেহ এতটুকু ঠাই
ওদের সুখের মাঝে।
ওরাতো আছে বেশে জীবনের চলার পথে
তবুও কেন এত ভয় ভালো বাসতে মোরে।
তুমি ফিরে এসো লাবন্য
ফিরে এসো
ফিরে এসো
আমার এই ছোট্ট হৃদয়।

0 comments :

Post a Comment