Monday, August 31, 2015

তুমি লাবন্য


তুমি লাবন্য
তুমি মানবী নও, তুমি স্বর্গের পরি
তুমি সুন্দর, বিধাতার অপরূপ সৃষ্টি!
তুমি রবীন্দ্রনাথের শেষের কবিতা,
কবি নজরুলের গান!
তুমি জীবানান্দের বনলতা সেন
তুমি ধানশিড়ি নদীর বাকে সেই বুন হাস।
তুমি সুন্দর, সুন্দর তোমার চোখ
আরো সুন্দর তোমার মুখের হাসি
গোলাপ রাঙ্গা ঠোট।
তুমি ভোরের ওঠা সূর্যের হাসি
পরন্ত বিকেলের সোনা রোদ।
তুমি কুয়াশায় ঢাকা শিতের সকাল
শিশির ভেজা সবুজ ঘাষে একটুকরো রোদ।
বিদায় আলোয় উদাস করা অশ্রুভারাতুর।
তুমি বিধাতার অপরূপ সৃষ্টি
তুমি উরবসি।তাজা ফোটা ফুল।
তুমি জোৎসনা রাতের চাঁদের হাসি
আধার রাতে দুর আকাশের তারার ঝিকি মিকি।
চাইনা তোমায় কোনদিনো আমার আপনা করে
বন্ধু রূপে থেকো পাশে সারা জীবন ভরে।

1 comment :