Thursday, December 10, 2015

নবান্ন


------নাসিম ------
******************
আজি এই কার্তিকের শেষে
নতুন ধানের মৌ মৌ গন্ধে
মুখরিত চারি দিক।
কৃষানির গায়ে নতুন তাঁতের শাড়ি
লাজুক লাজুক চোখে ভীরু ভীরু চাহুনি
নতুন ফসল আসছে ঘরে
সেই খুশিতে আজি মন মাতোয়ারা
কৃষান কৃষানির মনে আজ
খুশির পরেছে সাড়া।
এলো আজ উৎসবের শুভ ক্ষণ
নতুন ধানে হবে নবান্ন
পিঠা পায়েসের হবে আয়জন।
নতুন ফসল উঠলে ঘরে
রাখাল ছেলের হবে যে বিয়ে
লাল টুকটুকে বৌ আসবে ঘরে
পড়বে খুশির ধুম।
আজি এই নবান্নের দিনে
শীতের হিমেল হাওয়া বয়
গ্রাম বাংলার মাঠে ঘাটে
যাত্রা পালা হয়।
দামাল ছেলের দল ছুটে আয় তোরা
পালা গান হবে চল।
রাত্রি জেগে যাত্রা দেখে ফিরবে যখন ঘরে
বাবার বকুনি খেয়ে ছুটে পালাবে তারা
ফিরবেনা আজ বাড়ি।
এইতো মোদের সোনার বাংলা
এই আমাদের দেশ।
এই দেশেতে সুখে আর দুখে
দিন কেটে যায় বেশ।

0 comments :

Post a Comment