Thursday, December 10, 2015

অপরূপা বন্ধু


---- নাসিম।
**************************
ফুল যত সুন্দর হোক না কেন
ফুলেরই পাশে যদি থাক!
লজ্জাতে ফুল ঝরে যাবে।
যতই আলো থাক ঐ প্রদ্বীপ শিখায়
প্রদ্বীপের পাশে যদি থাকো!
প্রদ্বীপের আলো ম্লান হয়ে যাবে।
যতই জোৎসনা ছরাক ঐ জোছনা
পূর্নিমা রাতে যদি এসোগো বনে!
পূর্ণিমার চাঁদ তখন মুখ লুকাবে
ঐ মেঘেরও কোনে।
শ্রাবনের মেঘলা আকাশ হার মেনে যায়
তোমার ঐ দিঘল কালো কেশেরও ছায়ায়।
কি অপরূপ রূপযে তোমার
মায়া ভরা মুখ, হাসি তোমার ঝর্ণা ধারা
যেন মোহন বাশির সুর।
তাইতো বলি বন্ধু তুমি
স্বপ্নে দেখা সাদা পরি
আমার সেরা সুখ।

0 comments :

Post a Comment