Friday, December 11, 2015

Hajar koshte bora manusher mon

Hajar koshte bora manusher mon 
shob asha kokhono hoyna puron 
hajar koshte bora manusher mon 
shob asha kokhono hoyna puron 
eito jibon... 
eito jibon... 

Shopner pritivite keu karo noy 
bar bar ei kotha bul hoye jay 
benge jay chiro china priyo bondon 
eito jibon... 
eito jibon... 

Hajar koshte bora manusher mon 
shob asha kokhono hoyna puron 
balo beshe je jon shuke bade gor 
abosheshey sheito hoye jay por 
boye jay shudu buke sritir dahon 
eito jibon... 
eito jibon... 

Hajar koshte bora manusher mon 
shob asha kokhono hoyna puron 
eito jibon... 
eito jibon... 
eito jibon... 

Thursday, December 10, 2015

কোরবানি


মো: নাসিম হাওলাদার
------------------------
ত্যাগের মহিমায় উজ্জীবিত
হে বিশ্ব্ মুসোলমান
খোদার শন্তুষ্টি পাবার তরে
করছ পশু কোরবান।
পেরেছ কি কভু তোমার মনের
পশুটিকে দিতে বিশ্বর্জন,
যদি নাইবা পারলে তবে কি হবে
তোমার পরকালের অর্জন?
খোদার প্রেমেতে মক্ত হইয়া,
ইব্রাহিম দিয়েছিল কুরবানি
নিজ পুত্র ইসমাইলকে করেনি
এত টুকু দিধা।
তবে কেন তুমি পারবেনা কুরবানি দিতে
তোমার কুপ্রভ্রিতি আছে যা।
খোদার নির্দেশ মানতে হলে
মনের শোধন কর তবে
ন্যাক নিয়তে হালাল উপর্জনে
পছন্দের পশু কুরবানি দিয়ে
বিলিয়ে দাও গরিব দুখিরে,
মনের শুদ্ধি হবে ন্যাক নিয়তে,
কবুল হবে খোদার দ্বারে
কোরান হাদিস তাই বলে।
ওহে মুসলমান নিজের বাড়াও সম্মান
তুমি যে মানব সৃষ্টির সেরা
মহা বিবেক বান
মনের পশুকে দুর করে দাও
পাবে শান্তির অর্নিবাণ।

এমন যদি হতো


- মোঃ নাসিম হাওলাদার
—------------------------

এমন একটি ভোর আসে যদি জীবনে
পিছনের সব ভুলের অাঁধার কেটে যাবে
সব ব্যথা সব অভিমান ভুলে বন্ধু আসবে
ফিরে,
শিশির সিক্ত সোনালি আভির মেখে
ভিরু ভিরু চোখের চপল চাহনিতে
কেরে নিবে এই মন।
ফিরিয়ে দিবে মোর হারিয়ে যাওয়া ছন্দ
বাসবে ভাল আবার করবে মোরে আদর।

এমন যদি একটি রাত্রি আসে জীবনে,
বন্ধু আসবে মোর তরে পূর্নিমার চাঁদ হয়ে
স্নিগ্ধ কোমল রূপালি জোছনায় ভরে দেবে
চারিপাশ, করবে সে মোরে পূ্র্ণ ,
ভেঙ্গে যাবে সব অভিমান।
এমন একটি বিকেল আসে যদি জীবনে
বন্ধু আবার আসবে ফিরে পড়ন্ত রোদের আলো হয়ে।
দিঘির পারে হাটতাম দুজন হাত ধরাধরি করে,
সূর্য যখন লুকিয়ে যেত পৃথিবীর ঐ পারে
দিঘির পারে বসতাম দুজন
কইতাম কথা যা আছে অন্তরে।

প্রেমের স্মৃতি


- নাসিম।
---------------------+
সকাল দুপুর রাত্রি বেলা
বন্ধুর সাথে কইতাম কথা
হইত কত মান অভিমান
সবই কি ভুলেছ তুমি ও মোর জান,
পড়ে না কি কখনো সে কথা মনে?
সেই না ঘুমান রাতের কথা
ভুলব কেমন করে।
মিষ্টি মধুর হাসির ধ্বনি
আজো বাঝে কানে।
কি অপরূপ কন্ঠ তোমার
যেন ঝর্না ধারার পানির জোয়ার
কি করে তা ভুলে থাকি?
একবার এসে বলে যাও সখি
আজো তোমার প্রেমে বিভোর থাকি
তৃমি আমার ময়না পাখি।

বৃষ্টি ঝরা সন্ধ্যা


--- মোঃ নাসিম।
***************************

বৃষ্টি ভেজা এক সন্ধ্যায়
বসে আছি একা
কোন এক নির্জনতায়।
চারিদিকে বৃষ্টির রিমি ঝিমি শব্দ
আশ্চর্য্য এক বিমুগ্ধ ক্ষন।
মাঝে মাঝে বজ্রের গর্জনে
কেটে যায় নিস্তব্ধতা।
বৃষ্টি ঝরা শব্দে মনের মাঝে
এক আন্য রকম পুলক যাগে।
এমন মন মুগ্ধকর ক্ষনে বন্ধু
তোমাকে বড় বেশি মনে পরে।
তুমিও কি ভাবছ আমায়
এমন বৃষ্টি ঝরা সন্ধ্যায়
দিচ্ছ কি পারি কোন এক স্বপ্নের সাগর
অথবা, কোন সু উচ্চ পাহার
কিংবা তেপান্তরের মাঠ।
বৃষ্টির তালে তালে মনে অপরূপ ছন্দ তোলে
মনে পরে যায় সেই না ঘুমান রাতের কথা
যে রাতে তুমি ছিলে ওইপারে আর আমি এ্রইপাড়ে একা
অচেনা এক ভাল লাগায় দুজন দুজনা
খুব কাছে ছিলাম বহু সময় ধরে
পার করে দিয়ে ছিলাম সারা রাত
গল্প আর হাসি ঠাট্টার মধ্যে।
মনে কি পরে তুমি গান সুনিয়ে ছিলে
এক মায়াবি সুরেলা কন্ঠে
আজ এই বৃষ্টির রিমি ঝিমি নুপুরের তালে
মনে পরে যায় সেই সকল স্মৃতি মাখা দিন গুলোর কথা।
আজো ভুলতি পারিনি
সেই বৃষ্টি ঝরা রাতের কথা।
তুমি ভালো আছোতো বন্ধু ,
আমাকে ছারা ?

বন্ধু তুমি আসো ফিরে


---- নাসিম-----------------
**********************
আজ তোমার চারি ধারে
অনেক বন্ধুর ভির
সুধু ভুলে গেলে আমায়
একটু খানি ভুলের তরে
অনেক বড় সাজা দিলে।
তারিয়ে দিলে দুয়ার থেকে
কঠিন অপমানে।
হয়তো আমি অপরাধি,
হয়তো তোমার প্রেম পিয়াসি।
জমা আছে অনেক কথা
একটু ভুলে হয়নি বলা,
তারিয়ে দিলে তুমি আমায়
খেয়াল খুশি মতো।
কি নিদারুন ভাগ্য আমার
প্রেমের নামে পাইযে আঘাত
পথের ধুলার মতো।
জীবন যুদ্ধের মহা সৈনিক
পরাজিত আজ তোমার প্রেমে
ভয়ংকর এক দুরসপ্ন আজ
ঘুরে ফেরে চারি ধারে।
যদি কখনো আস ফিরে
বলব তোমায় সংগোপনে
হৃদয়ের সেই না বলা কথা।
আজ তোমার চারি ধারে
আনেক বন্ধু ভির করে
দৃর ভাগা আমি নেই সেখানে,
তবুও বন্ধু তোমায় মনে পরে
সারাটাক্ষন বারে বারে।
বিনয় করি আসো ফিরে
শুন্য হৃদয় কেদে ফের
বন্ধু তুমি এসো ফিরে
এসো ফিরে,
এসো ফিরে
এসো ফিরে
এই হৃদয়ের প্রেম মন্দীরে।