Thursday, December 10, 2015

স্বাধীনতা


----- নাসিম-------
**********************
স্বাধীনতা মানে ত্রিশ লক্ষ শহিদের রক্তে
আঁকা একটি পতাকা
স্বাধীনতা মানে বোনের গায়ের ছেড়া আচল।
স্বাধীনতা মানে বীর বাঙালির সাহসি আত্বত্যাগ।
স্বাধীনতা মানে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষন।
স্বাধীনতা মানে ক্ষেতের পাশে পরে থাকা কৃষকের লাশ।
স্বাধীনতা মানে জুলুমের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ
স্বাধীনতা মানে ছেলে হাড়া মায়ে করুন আর্তনাদ।
স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যয়ের সফল বিজয়
স্বাধীনতা মানে মুক্তির স্বাধ।
স্বাধীনতা মানে খোকা ফিরবে বলে
মায়ের পথ চেয়ে থাকা
স্বধীনতা মানে বাবার হাতে ছেলের রক্তে ভেজা জামা।
স্বাধীনতা মানে একটি নতুন সূর্য একটি নতুন ইতিহাস।
স্বাধীনতা মানে যুবকের কাধে বন্ধুর তাজা লাশ
স্বাধীনতা মানে বধুর চোখে বেদনার জল
স্বাধীনতা মানে আবারও পথে ঘাটে নতুন কোলাহল।
স্বাধীনতা মানে একাত্তরের নির্মম ইতিহাস
স্বাধীনতা মানে মুক্তিকামি মানুষের পিঠে
হায়েনাদের নিষ্ঠুর কষাঘাত।
স্বাধীনতা মানে বিজয়ের অহংকার
স্বাধীনতা মানে বাংলা তুমি আমার।

0 comments :

Post a Comment