Thursday, December 10, 2015

প্রকৃতির প্রেম


-মো: নাসিম হাওলাদার
***********************************
আকাশ নীল তাইতো পৃথিবীটা এত সবুজ
মেঘ কালো তাইতো পাহাড়টা এত উদাস।
পাহাড়ের কান্না গুলো ঝর্ণা হয়ে ঝরে
নদী হয়ে বয়ে চলে সাগরেতে মেশে।
সুর্য্য ও চাঁদের সঙ্গে যখন ভাব হয়
ধরনির বুকে তখন পূর্ণিমা বয়,
চাঁদ সুর্যের ভালবাসা জোছনা হয়ে ঝরে।
ফুলে এত রং বলে ছুটে যায় অলি
রং আর সৌরভে হয় মিতালী।
ফুলে ফুলে রং মেখে প্রজাপতি ওরে
দিবা নিশী ঘুরে ঘুরে মধু আহার করে
মৌমাছি সেই মধু নিয়ে যায় ঘরে।
রাতের আকাশে দেখ তারা ঝিকি মিকি
তারাদের মিতালী চেয়ে চেয়ে দেখি।
তারাদের দেশেতে ছুটে যেতে চায় মন
সন্ধ্যা তারাকে মনেহয় যেন চির আপন।
তুমি কি যাবে সই যাবে মোর সাথে
যেখানে সদা সহসা সবাই ভাল থাকে।
সেই দেশে যাব আমি যেথা নাই ব্যাথা
নদী আর সাগরে যেথা হয় দেখা।
কিয়ে অপরূপ রূপযে তাহার
বোঝানো না যায়, তাহার রূপে সারাক্ষ
পাগল করে আমায়।

0 comments :

Post a Comment