Thursday, December 10, 2015

নীল আকাশের নিচে


- মো: নাসিম হাওলাদার
*********************************************
আকা বাকা মেঠো পথে
হেটে চলেছি এক অনন্ত অজানায়
চারি দিকে ধুধু কুয়াশার চাদর
এক অপরিসীম নিস্তব্ধতা
হঠাৎ চোখের সামনে দিয়ে
কে যেন চলে গেল
মুহুর্তের মধ্যে হাড়িয়ে গেল।
পরক্ষনে আবার অনুভব করলাম
কেযেন আমার পাশে পাশে হাটছে
ফিরে তাকাতেই আবার হারিয়ে গেল
এযেন এক আলো আধারির মাঝে
ধুপ ছায়ার খেলা।
কিছু দুর এগুতেই আবার অনুভব করলাম
আমার হাতে একটা কোমল হাতের স্পর্শ
খুব শক্ত করে ধরে আছে।
আমিও জোর করে ধরলাম তার হাত খানা
ফিরে আর তাকালাম না যদি পালিয়ে যায়
আশ্চর্য্য এক অনু্ভুতি দোলা দিল মনে
শিহরন জাগল সারা দেহ জুরে।
খুব দেখতে ইচ্ছে করল তাকে
কে সে? কোন মানবি নাকি স্বর্গ থেকে
উরে আসা কোন সাদা পরী?
কুয়াশা আচ্ছন্ন জোৎসনা রাতে
অজানা এক সুখানুভূতির মাঝে
চলছি দুজনে নিশ্চুপ নিস্তব্ধতার মাঝে
বাতাসে তার পায়ের নুপুরের রিনিঝিনি শব্দে
মুখরিত হয়ে উঠল চারিধার,
রাতের পাখিরা বিমুগ্ধ নয়ন মেলে চেয়ে আছে।
কখন যেন রাত্রি শেষে পূর্ব গগনে
রবির আলো ধেয়ে আসতে শুরু করল
চারিধার আলোকিত হতে লাগল
হঠাৎ তন্দ্রা চলেগেল
তাকে একটি বার দেখার সাধ হল
ফিরে তাকাতেই সে আবার পালিয়ে গেল।
তার নুপুরের শব্দ মিলিয়ে গেল দুর অজানায়।
আরকি কভু সে আসবে ফিরে
হাটবে কি মোর হাতটি ধরে?
রাতের নিরালায়।।।।

0 comments :

Post a Comment