Thursday, December 10, 2015

বৃষ্টি ঝরা সন্ধ্যা


--- মোঃ নাসিম।
***************************

বৃষ্টি ভেজা এক সন্ধ্যায়
বসে আছি একা
কোন এক নির্জনতায়।
চারিদিকে বৃষ্টির রিমি ঝিমি শব্দ
আশ্চর্য্য এক বিমুগ্ধ ক্ষন।
মাঝে মাঝে বজ্রের গর্জনে
কেটে যায় নিস্তব্ধতা।
বৃষ্টি ঝরা শব্দে মনের মাঝে
এক আন্য রকম পুলক যাগে।
এমন মন মুগ্ধকর ক্ষনে বন্ধু
তোমাকে বড় বেশি মনে পরে।
তুমিও কি ভাবছ আমায়
এমন বৃষ্টি ঝরা সন্ধ্যায়
দিচ্ছ কি পারি কোন এক স্বপ্নের সাগর
অথবা, কোন সু উচ্চ পাহার
কিংবা তেপান্তরের মাঠ।
বৃষ্টির তালে তালে মনে অপরূপ ছন্দ তোলে
মনে পরে যায় সেই না ঘুমান রাতের কথা
যে রাতে তুমি ছিলে ওইপারে আর আমি এ্রইপাড়ে একা
অচেনা এক ভাল লাগায় দুজন দুজনা
খুব কাছে ছিলাম বহু সময় ধরে
পার করে দিয়ে ছিলাম সারা রাত
গল্প আর হাসি ঠাট্টার মধ্যে।
মনে কি পরে তুমি গান সুনিয়ে ছিলে
এক মায়াবি সুরেলা কন্ঠে
আজ এই বৃষ্টির রিমি ঝিমি নুপুরের তালে
মনে পরে যায় সেই সকল স্মৃতি মাখা দিন গুলোর কথা।
আজো ভুলতি পারিনি
সেই বৃষ্টি ঝরা রাতের কথা।
তুমি ভালো আছোতো বন্ধু ,
আমাকে ছারা ?

0 comments :

Post a Comment