Thursday, December 10, 2015

কোরবানি


মো: নাসিম হাওলাদার
------------------------
ত্যাগের মহিমায় উজ্জীবিত
হে বিশ্ব্ মুসোলমান
খোদার শন্তুষ্টি পাবার তরে
করছ পশু কোরবান।
পেরেছ কি কভু তোমার মনের
পশুটিকে দিতে বিশ্বর্জন,
যদি নাইবা পারলে তবে কি হবে
তোমার পরকালের অর্জন?
খোদার প্রেমেতে মক্ত হইয়া,
ইব্রাহিম দিয়েছিল কুরবানি
নিজ পুত্র ইসমাইলকে করেনি
এত টুকু দিধা।
তবে কেন তুমি পারবেনা কুরবানি দিতে
তোমার কুপ্রভ্রিতি আছে যা।
খোদার নির্দেশ মানতে হলে
মনের শোধন কর তবে
ন্যাক নিয়তে হালাল উপর্জনে
পছন্দের পশু কুরবানি দিয়ে
বিলিয়ে দাও গরিব দুখিরে,
মনের শুদ্ধি হবে ন্যাক নিয়তে,
কবুল হবে খোদার দ্বারে
কোরান হাদিস তাই বলে।
ওহে মুসলমান নিজের বাড়াও সম্মান
তুমি যে মানব সৃষ্টির সেরা
মহা বিবেক বান
মনের পশুকে দুর করে দাও
পাবে শান্তির অর্নিবাণ।

0 comments :

Post a Comment