Thursday, December 10, 2015

এমন যদি হতো


- মোঃ নাসিম হাওলাদার
—------------------------

এমন একটি ভোর আসে যদি জীবনে
পিছনের সব ভুলের অাঁধার কেটে যাবে
সব ব্যথা সব অভিমান ভুলে বন্ধু আসবে
ফিরে,
শিশির সিক্ত সোনালি আভির মেখে
ভিরু ভিরু চোখের চপল চাহনিতে
কেরে নিবে এই মন।
ফিরিয়ে দিবে মোর হারিয়ে যাওয়া ছন্দ
বাসবে ভাল আবার করবে মোরে আদর।

এমন যদি একটি রাত্রি আসে জীবনে,
বন্ধু আসবে মোর তরে পূর্নিমার চাঁদ হয়ে
স্নিগ্ধ কোমল রূপালি জোছনায় ভরে দেবে
চারিপাশ, করবে সে মোরে পূ্র্ণ ,
ভেঙ্গে যাবে সব অভিমান।
এমন একটি বিকেল আসে যদি জীবনে
বন্ধু আবার আসবে ফিরে পড়ন্ত রোদের আলো হয়ে।
দিঘির পারে হাটতাম দুজন হাত ধরাধরি করে,
সূর্য যখন লুকিয়ে যেত পৃথিবীর ঐ পারে
দিঘির পারে বসতাম দুজন
কইতাম কথা যা আছে অন্তরে।

0 comments :

Post a Comment