Thursday, December 10, 2015

চলে গেলে একা ফেলে



------নাসিম ----------------
*********************

নিল আকাশের সূর্য তুমি
সন্ধ্যা রাতের তারা।
পূর্নিমারই জোৎসনা তুমি
শ্রাবনের বাদল ধারা।
বসন্তেরই পলাশ বনে
তুমি রঙ্গিন ফুল।
চিনতে তোমায় পারিনি যে
এই ছিল মোর ভুল।
ঝর্ণার মত রিম ঝিমিয়ে
হাসির ধারা বয়।
মিষ্টি মুখের দুষ্ট হসি
কেরেছে এই হৃদয়।
তুমি আস স্বপ্ন হয়ে
গভির আধার রাতে।
শুভ্র সাদা পরির মত
মিলাও পূর্ণিমাতে।
জোনাক জলা সন্ধ্যা বেলা
আসবে তুমি কাছে
তোমায় নিয়ে হারিয়ে যাব
তেপান্তরের মাঠে।
হৃদয় বীনা ভেঙ্গে গেছে
নেই তাতে আর সুর
চলে গেছ একা ফেলে তুমি বহু দুর।
মরুভূমি হয়ে গেছে মনের সবুজ প্রান্ত
গাথা মালা শুকিয়ে গেছে
নেই তাতে আর গন্ধ।
প্রেম কারে কয় শিখিয়ে ছিলে
তুমি যতন করে
চলে গেছ নিজ হাতে ভেঙ্গে দিয়ে তারে।
অনেক কথা বলার ছিল  বলা হলনা
একসাথে পথ চলব তাতো চলা হলনা।

0 comments :

Post a Comment