Monday, September 7, 2015

অপরাধ নিয়োনা গো বন্ধু










চোখ যদি কাদে তবে
অপরাধ নিয়ো না গো বন্ধু
যদি যানতাম তুমি হিনা
বাচতে হবে এই পৃথিবীতে
তবে বিধাতার কাছ থেকে
পাথরের চোখ চেয়ে নিতাম
তাতে কখনো জল গড়াতনা।

যদি কখনো পগলের মতে
ভালবাসতে দেখ তোমাকে
তবে যেন রাগ করনা গো বন্ধু
যদি বুঝতাম এই পৃথিবীতে
ভালবাসা অপরাধ
তবে বিধাতার কাছথেকে
একটি পথরের হৃদয়
চেয়ে নিতাম তাতে কখনো
ভালবাসা বাসা বাধতনা।

যদি কখনো জোছনার আলোয়ে
তোমায় দেখে বিমুগ্ধ হই
তবে অপরাধ নিয়না
যদি যানতাম জোছনার আলোয়
তুমি এত সুন্দর
তবে বিধাতার কাছথেকে একটা
পাথর কালো রাত চেয়ে নিতাম
যে রাতের আধারে পূর্ণিমা থাকতনা।

যদি শিশির শিক্ত সোনালি ভোরে
মুখরিত হই দেখে তোমায়
তবে অপরাধ নিয়ো না বন্ধু
যদি যানতাম শ্নিগ্ধ সোনালি
ভোরের আলোয়
এত অপরূপ লাগবে তোমায়
তবে বিধাতার কাছথেকে
একটা মরু প্রান্তর চেয়ে নিতাম
যেথা শুধুই বালুকা ময়,
চারিদিকে সুধু মরিচিকা।
অপরাধ নিয়োনা গো বন্ধু
অপরাধ নিয়োনা।

0 comments :

Post a Comment