Saturday, September 12, 2015

নদী







--------------

কোথায় চললি নদী ওরে
কোথায় যে তোর ঘর
এক নিমিশে করিশ আপন
আবার করিশ পর।
একে বেকে চলিস রে তুই
খেয়াল খুশি মত
তোর তীরেতে বসত করি
নিয়ে দু:খ জালা যত।
উজান বেয়ে চলি মোরা
ভাটির পানে যাই
তোর তীরেতে ঘাম ঝরিয়ে
মাঠে ফসল ফলাই।
তুইযে নদী দুষ্ট অতি
বুঝিনা তোর দিশা
কখনো তুই বাসিস ভাল
চোখে ধরাস নেশা।
মাঝে মাঝে কি যে করিস
মাতাল ছেলের মত।
ভেঙ্গে চুরে ভাসিয়ে দিস
স্বপ্ন মোদের যত।
বানের ডাকে ভেঙ্গে ফেলিস
মোদের সুখের ঘর
এপার ভেঙ্গে ভাসিয়ে দিয়ে
ওপারে বাধিস চর।
ঐ পারে কি তোর সুজন থাকে
আমরা বুঝি পর।।

0 comments :

Post a Comment