চাঁদ জাগা এই রাতে
দুচোখের বরষায় ভিজে
ভাবছি তোমায় জেগে জেগে রাত
তুমিও কি ভাবছো আমায়।।
চোখের কোণে বরষার মেঘ
ভুলে যেতে চাই নিজেকে জ্বেলে
হৃহয় আমার শুন্য করে
গেছো যে চলে কিছু না বলে
নিঃসীম আধার শুধু থেকে যায়
তবুও এখন আমি ভাবছি তোমায়।।
অকারণ কারণের জন্য তুমি
গেছো বহুদূর আরো দূরেতে
মেঘের ছায়ায় ঢেকেছো জীবন
তাঁরা ভরা রাত নিয়েছো সাথে
আশার নগর মন তবু একে যায়
কত নিরুপায় আমি কত নিরুপায়।।
Download Mp3
দুচোখের বরষায় ভিজে
ভাবছি তোমায় জেগে জেগে রাত
তুমিও কি ভাবছো আমায়।।
চোখের কোণে বরষার মেঘ
ভুলে যেতে চাই নিজেকে জ্বেলে
হৃহয় আমার শুন্য করে
গেছো যে চলে কিছু না বলে
নিঃসীম আধার শুধু থেকে যায়
তবুও এখন আমি ভাবছি তোমায়।।
অকারণ কারণের জন্য তুমি
গেছো বহুদূর আরো দূরেতে
মেঘের ছায়ায় ঢেকেছো জীবন
তাঁরা ভরা রাত নিয়েছো সাথে
আশার নগর মন তবু একে যায়
কত নিরুপায় আমি কত নিরুপায়।।
Download Mp3



0 comments :
Post a Comment