Saturday, May 30, 2015

তুমি চলে গেছে প্রিয়া

তুমি চলে গেলে প্রিয়া কিছুতো বলে গেলেনা
তুমি স্বপ্ন দেখালে তাতো ভুলিয়ে দিলেনা
একবার এসে বলে যাও কি ভাবে বাচবো আমি
কতটা ভাল বাসলে তোমাকে কাছে পাব
কতটা কাদলে তোমাকে দেখতে পাব
তুমি তো চলে গেলে কিছুতো বলে গেলেনা
আমি আজো বেচে আছি  নাকি মরে বেচে আছি
তাওতো একবার খবর নিলেনা।
আমি তো পাথরের গড়া নই যে সব ব্যাথা নিরবে সইব
শত কষ্টের মঝে পাহাড়ের মত দাড়িয়ে রইব।
আমিতো সাগরের ঢেউ নই যে তোমাকে ভষিয়ে নিয়ে যাব
আমিতো ঝোড় হাওয়া নই যে তোমাকে উড়িয়ে নিয়ে যাব
আমিতো তোমাকে এভাবে চাইনা,
আবার হারাতেও চাইনা
তোমার হৃদয়ের ছোয়াও চাইনা
এভাবে দু:খ আমায় দিও না আমি সইতে পারবনা।
তুমি চলে গেছ কিছুতো বলে গেলেনো
বেদনার মেঘ বৃষ্টি হয়ে অঝর ধারায় ঝরে।
আজ সব স্বপ্ন হারিয়ে গেছে 
তুমি নেই বলে এখন আর মনে বসন্ত আসেনা
ফোটেনা কোন ফুল মনের বাগানে।
তুমি চলে গেলে কিছুতো বলে গেলেনা।


0 comments :

Post a Comment