Sunday, May 31, 2015

অচেনা মানুষ

অচেনা এক প্রেমের টানে দুলছে আজ মন
তাকে নিয়ে ভেবে চলি আমি সারা ক্ষন।
মনের মাঝে বসত করে, হৃদয় দোলা দেয়
ভালবাসার গান সুনিয়ে আমায় ঘুম পরায়।
অচেনা না এক মানুষ সে যে অচিন দেশে বাস
তাকে নিয় স্বপ্ন দেখে মনের সর্বনাস।
স্বপ্নের মাঝে আসে কাছে দুর দেশের এক পরি
তাকে ভেবে মনের মাঝে সুখের বাসর গড়ি।
আরাল থেকে কয়সে কথা কাছে আসেনা
তাহার মাঝে হারিয়েছি মনের ঠিকানা।
দুষ্ট মিষ্ট হাসি হেসে কের নিল মন
তাকে ভেবে কাটিয়ে দিব সারাটি জীবন।
আমার প্রেমের ফুলের মালা গেথেছি তারে ভেবে
তাইতো তাকে ভালবেসে হারাই স্বপ্ন মাঝে
তাকে ভেবে দিন কেটে যায় অজানা এক ভালাগায়
সে যে আমার হৃদয় বিনা তানফুরারই সুর
তাকে নিয়ে পারি দিব প্রেমের সমুদ্দুর।
বকুল তলায় একলা যখন ফুল কুরাতে যাই
অনু ভবে তাকে আমার হৃদয় মাঝে পাই।
জোৎসনা রাতে একলা যখন পূর্ণিমা চাঁদ দেখি
মনে মনে তাকে নিয়ে প্রেমের কাব্য লিখি।


0 comments :

Post a Comment