Saturday, January 10, 2015

অক্ষমা



যেখানে এসেছি আমি, আমি সেথাকার, 
দরিদ্র সন্তান আমি দীন ধরণীর। 
জন্মাবধি যা পেয়েছি সুখদুঃখভার 
বহু ভাগ্য বলে তাই করিয়াছি স্থির। 
অসীম ঐশ্বর্যরাশি নাই তোর হাতে, 
হে শ্যামলা সর্বসহা জননী মৃন্ময়ী। 
সকলের মুখে অন্ন চাহিস জোগাতে, 
পারিস নে কত বার — 'কই অন্ন কই ' 
কাঁদে তোর সন্তানেরা ম্লান শুষ্ক মুখ। 
জানি মা গো , তোর হাতে অসম্পূর্ণ সুখ 
যা কিছু গড়িয়া দিস ভেঙে ভেঙে যায় , 
সব-তাতে হাত দেয় মৃত্যু সর্বভুক , 
সব আশা মিটাইতে পারিস নে হায় 
তা বলে কি ছেড়ে যাব তোর তপ্ত বুক!

0 comments :

Post a Comment